📌 ডিজিটাল পণ্য সংক্রান্ত নির্দেশিকা

আমাদের ডিজিটাল পণ্য হওয়ায়, যেকোনো সমস্যার ক্ষেত্রে পরিষ্কার নীতিমালা থাকা অত্যন্ত জরুরি। তাই দয়া করে নিচের নিয়মাবলী ভালোভাবে পড়ে অর্ডার করুন।


💳 কেনাকাটা সংক্রান্ত তথ্য

✅ যেহেতু এটি ডিজিটাল পণ্য, তাই প্রথমে সম্পূর্ণ পেমেন্ট করে তারপর পণ্য গ্রহণ করতে হবে।
✅ যদি বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় থাকে, তাহলে আমাদের কমিউনিটি, ওয়েবসাইট, পেইজ এবং গ্রাহকদের রিভিউ দেখে সিদ্ধান্ত নিন।
✅ সাধারণত পেমেন্টের পর ইনস্ট্যান্ট ডেলিভারি করা হয়, তবে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে কমপক্ষে ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।


🔄 রিফান্ড পলিসি

❌ একবার পণ্য ডেলিভারি হলে কোনোভাবেই রিফান্ড প্রযোজ্য নয়
✔ শুধুমাত্র আমরা যদি ডেলিভারি দিতে ব্যর্থ হই, তখনই রিফান্ড প্রদান করা হবে
✔ ভবিষ্যতে যদি কোনো পণ্যে সমস্যা হয়, তাহলে পূর্ণ ওয়ারেন্টি প্রদান করা হবে, তবে এর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত থাকবে।
নির্ধারিত সময়সীমার পর ওয়ারেন্টি প্রদান করা সম্ভব হবে না।
যদি গ্রাহক আমাদের ডেলিভারির সাথে দেওয়া নিয়ম ভঙ্গ করেন (যেমন: পলিসি ভায়োলেশন), তাহলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
✔ ওয়ারেন্টির আওতায় যদি নতুন করে পণ্য বা অ্যাকাউন্ট প্রদান সম্ভব না হয়, তাহলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমমূল্যের অন্য কোনো একটি পণ্য নিতে পারবেন।


🔄 এক্সচেঞ্জ নীতি

✔ শুধুমাত্র আমরা যদি কোনো পণ্য ডেলিভারি করতে ব্যর্থ হই, তাহলে সমপরিমাণ টাকা বা অন্য পণ্য দেওয়া হবে
একবার ব্যবহারের পর অন্য কোনো পণ্যের সাথে এক্সচেঞ্জ করা যাবে না।
✔ আমাদের পণ্য গুণগত মানসম্পন্ন এবং খুব কম ক্ষেত্রেই সমস্যা দেখা যায়। যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা যথাযথ ওয়ারেন্টি সাপোর্ট প্রদান করি।

📢 অর্ডার করার আগে সব নীতিমালা ভালোভাবে পড়ে নিন। কোনো প্রশ্ন থাকলে আমাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন।

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping